সিলেট-সুনামগঞ্জে জেএসডি’র ত্রাণ বিতরণ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/07/IMG-20220702-WA0002-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সিলেট-সুনামগঞ্জে বানভাসী দুর্দশাগ্রস্ত নিরন্ন মানুষদের মাঝে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র পক্ষ থেকে-নগদ অর্থ সাহায্য, শুকনো খাবার, ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জরুরি ঔষধ বিতরন করা হয়।
দলের কেন্দ্রীয় নেতা অধ্যাপক মোঃ শফিক এর নেতৃত্বে সিলেট নগরীর তোপখানা রোডে ১লা জুন শুক্রবার সকাল ১১ টায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় জেএসডি’র সিলেট জেলা ও মহানগর নেতা সেলিম জামান চৌধুরী ও চৌধুরী সাহেদ কামাল টিটোসহ সিলেট-সুনামগঞ্জ জেএসডির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জে হাছান রাজার নাতি সুবক্ত রাজা চৌধুরীর “বাগান বাড়িতে” ১লা জুন শুক্রবার বিকেল ৪টায় দুর্দশাগ্রস্থ বানভাসী নিরন্ন মানুষদেরকে চাল, ডাল, চিড়া, গুড়, মোমবাতি, ম্যাচ, ওরস্যালাইন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও জরুরী ঔষধ বিতরণ করা হয়। সুবক্ত রাজা চৌধুরীর,অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সেলিম জামান চৌধুরী ও হিলফুল গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী বেলাল হোসেন উপস্থিত থেকে হিলফুল গ্রুপের উপহার বিতরণ করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন