সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/07/IMG20230707135552_01-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সুইডেনে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে সুবর্ণচরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে ধর্মপাল মুসল্লিরা।
শুক্রবার ( ৭ই জুলাই) জুমার নামাজ শেষে শত শত মুসল্লী এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।
সুবর্ণচর উপজেলার বিভিন্ন মসজিদে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। হারিছ চৌধুরীর বাজার বায়তুশ শরফ ও জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে শতশত তৌহিদী জনতা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে প্রতিবাদে একত্রিত হয়।
পরে সেইখানে তৌহিদি জনতার উদ্দেশ্যে ও সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে হযরত মাওলানা আবুল হোসাইন বক্তব্য রাখেন।
বক্তব্য শেষে মুসলিম উম্মার শান্তি ও সুইডেনে কোরআন পোড়ানোর আসামিদেরকে দ্রুত ফাঁসির দাবি জানিয়ে মোনাজাত করা হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন