সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে গাজা বিক্রেতা আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/IMG_20220905_210845-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে গাজাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে তাদের আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা শিরিষ রবি দাস (৫৫) ও একই গ্রামের মৃত গেদারাম রবি দাসের পূত্র সুবল রবি দাস (৩৮)। আটকৃত ২ জনের কাছ থেকে পলিথিনের প্যাকেট ভর্তি সাড়ে ৪ কেজি গাজাসহ তাদের নিজ বাড়ী থেকে আটক করা হয়।
এসময় গাজা বিক্রির ৮২ হাজার টাকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এলাকার স্থানীয় লোকজনের অভিযোগ, আটককৃতরা দীর্ঘদিন ধরে নানা কৌশলে গাজার ব্যবসা পরিচলনা করছে।
থানার উপ-পরিদর্শক মো.মহিন উদ্দিন বলেন, গাজা আটকের ঘটনায় রোববার সন্ধ্যায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দু’জনকে মাদকের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন