সুনামগঞ্জের জামালগঞ্জে মতবিনিময় সভায়- এমপি রতন

ভাতৃত্ববোধ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল আড়াই টায় জামালগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। অবসর প্রাপ্ত সশস্ত্র বাহীনী কল্যাণ সংস্থা (অবকস) বাংলাদেশ এর জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

এতে সভাপতিত্ব করেন অবকস সংস্থার সভাপতি সার্জেন্ট (অবসর প্রাপ্ত) মো: মেশারফ হোসেন। সাধারণ সম্পাদক কর্পোরাল (অবসর প্রাপ্ত) মো: রহিম এর সঞ্চালনায়।

প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, সাংগঠনিক সম্পাদক জিতোন্দ্র তালুকদার পিন্টু, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন,

সংস্থার উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অবসর প্রাপ্ত) হাজী মো: আবুল কাশেম, সহ সভাপতি সাজেন্ট (অবসর প্রাপ্ত) মো: আইয়ুব আলী, সাজেন্ট সাজেন্ট (অবসর প্রাপ্ত) মো: মাহমুদ হোসেন, সাজেন্ট (অবসর প্রাপ্ত) আলমগীর হোসেন, কর্পোরাল (অবসর প্রাপ্ত) হারিছ উদ্দিন সহ অবসর প্রাপ্ত সশন্ত্র বাহীনীর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, দেশ প্রেমিক, দেশের জন্য নিবেদিত প্রাণ, অবসর প্রাপ্ত সশস্ত্র বাহীনী কল্যাণ সংস্থা (অবকস) কে অভিনন্দন জানাই। সেই সঙ্গে আগামী দ্বাদশ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় পতাকায় ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহবান জানান। আমাদের বিজয় হবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ আওয়ামীলীগের।