সুনামগঞ্জের দিরাইয়ে আ’লীগের সম্মেলনে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার- ৪
সুনামগঞ্জের দিরাইয়ে আ’লীগের সম্মেলনে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। গত (১৪ নভেম্বর) দিরাই উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার এজহারনামীয় ৪ আসামীকে গ্রেপ্তার করেছে দিরাই থানার পুলিশ। শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার তাড়ল গ্রামের আব্দুল মালিক চৌধুরীর ছেলে নুরে আলম চৌধুরী (৫৫), চন্ডিপুর গ্রামের আব্দুল আলেকের ছেলে রহমত আলী(৩৮), ঘাগটিয়া গ্রামের আপ্তাব আলীর ছেলে রায়হান মিয়া( ২১) ও চান্দপুর গ্রামের মৃত গৌরাঙ্গ দাসের ছেলে শনজু দাস(৩৭)।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তপন। উল্লেখ্য, গত (১৪ নভেম্বর) দিরাই উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে দলটির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গত (১৭ নভেম্বর) দিরাই পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামীলীগের একাংশের নেতা মোশাররফ মিয়াকে প্রধান আসামী করে ৮১ জনের নাম উল্লেখ করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন দিরাই পৌর সদরের চন্ডিপুর গ্রামের আওয়ামীলীগ কর্মী কলিম উদ্দিন।
জানা যায়, মোশাররফ মিয়াকে মঞ্চে উঠতে বাধা দিলে তার অনুসারিরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগের নেতারাসহ উভয় পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন