সুনামগঞ্জে এনজিও পদক্ষেপ এর ফ্রী চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন
সুনামগঞ্জের সদর উপজেলায় সমৃদ্ধি কর্মসূচি
পদক্ষেপ নবম চক্ষু ক্যাম্প ও ছানি অপারেশন করা হয়েছে।
(১৮ ফেব্রুয়ারি) রবিবার সমৃদ্ধি কর্মসূচীর আওতায় সুরমা ব্রাঞ্চের ০৯ তম চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানঃ বেরীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়,অনুষ্ঠিত চক্ষু ক্যাম্পে প্রায় ২৫২জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এর মধ্যে ৩৫ জন কে ছানি অপারেশন করানোর জন্য ভার্ড চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সিনিয়র ব্যবস্হাপক ও এরিয়া ম্যানেজার বিশ্বজিৎ দাস, শাখা সমন্বয়কারী মো: বাদল হোসেন, ভার্ড হাসপাতাল এর ম্যানেজার মো: নুর হোসেন, সুরমা ইউপির প্যানেল চেয়ারম্যান মাজেদা বেগম, মেম্বার মঙ্গল মিয়া।
বেরীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি সিরাজুল ইসলাম। পদক্ষেপ এর কৃষি কর্মকর্তা জাকির আহমেদ পাবেল, সহকারি ব্রাঞ্চ ম্যানেজার পবিত্র দাস ও স্বাস্থ্য কর্মকর্তা দীপংকর মালাকার, সনেট রায় সহ বিভিন্ন উপকারভোগী ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্তিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন