সুনামগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত
সুনামগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২ উদযাপন
উপলক্ষে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সুনামগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। সুনামগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায় এর সভাপতিত্বে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহি উদ্দিন।
এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা, বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধিবৃন্দ। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভার পর স্মার্ট সাদাছড়ি বিতরণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন