সুন্দরবনের দুবলারচরে অবৈধভাবে মাছ ধরার দায়ে ট্রলারসহ আটক ৫
নিষেধাজ্ঞা অমান্য করে আবারও পূর্ব সুন্দরবনের দুবলা এলাকায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে ৫ জেলেকে আটক করেছে বনরক্ষাকীরা।
রবিবার (২৮ আগস্ট) দুপুরে দুবলারচরের কেলেরখালে মাছ ধরা অবস্থায় তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
বনবিভাগ সূত্রে জানাযায়, পুর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির আওতাধীন দুবলারচরের কেলের খালে মাছ ধরছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষাকীরাদের একটি দল অভিযান চালিয়ে মাছধরা অবস্থায় খুলনার কয়রার হানিফ (৩৪), ছালাম (৩০), করিম (৩২), জাহাঙ্গীর (২৮) ও পটুয়াখালীর গলাচিপার লাল মিয়া (৪০) নামের ৫ জেলেকে আটক করে। এ সময় ট্রলার সহ একটি ইঞ্জিন চালিত নৌকা এবং ট্রলারে থাকা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির চার মণ মাছ জব্দ করে।
পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার জানান, আটককৃত জেলেদের বনবিভাগের ট্রলার যোগে মংলা বন্দর থানায় আনার প্রস্তুতি চলছে। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট আদালতে প্রেরণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন