সুন্দরের আহ্বান
কৃত্রিম দর্শন আর মেকি শিল্পের প্রলেপ কখনো সত্য সুন্দর হয় না।
বরং আড়াল করে সত্য আর সুন্দরের মুখ।
বাহ্যিক সৌন্দর্য কখনো সত্য সুন্দর হয় না,
যে সুন্দরের কাছে কপর্দকহীন মানুষ যেতে পারে না তা সত্য সুন্দর নয়।
দেখো সূর্য তার আলো ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর চারপাশে
তবুও তার কোনো অহংকার নেই।
মানুষ হতে কিবা লাগে,
স্রষ্টার সৃষ্টিতেই আছে তার উত্তর
যেখানে আত্মিক শান্তি মিলে।
নার্সিসাসের মতো সৌন্দর্য কাম্য নয়,
যেখানে নেমেসিসের অভিশাপ থাকে।
সৌন্দর্য তুমি নম্র হও
সদ্যোজাত শিশুর মতো নম্র হও
যেখানে কোনো শ্রেণী বিভেদ নেই
দীর্ঘশ্বাসের বারুদ জ্বলে না সৌন্দর্যের চারপাশে।
অহংকারের প্রাচুর্যে বেড়ে ওঠা নশ্বর দেহে সত্য সুখ বিনষ্ট হয়
সুখ তো আসে আত্মিক সৌন্দর্যে, শ্রেণিহীন রাজ্যের মহানুভবতায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন