সুশীলসমাজের সুপারিশ মেনে নেওয়ার আহ্বান ফখরুলের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/fakhrul-pic_53186_1500978901.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নির্বাচন কমিশনে দেওয়া সুশীলসমাজের প্রতিনিধিদের সুপারিশ মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডের একটি মিলনায়তনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ আহ্বান জানান ফখরুল।
বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের মানুষকে ভুল বুঝিয়ে দলীয় লোক দিয়ে আবার ক্ষমতায় যেতে আজ্ঞাবহ নির্বাচন কমিশন গঠন করেছে ক্ষমতাসীনরা।’
গতকাল সোমবার সুশীলসমাজের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সঙ্গে নির্ধারিত আলোচনায় বসেন। প্রতিনিধিদের বক্তব্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘তাঁরা বলেছেন যে সহায়ক সরকার ছাড়া অর্থাৎ নিরপেক্ষ সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাঁরা বলেছেন, সেনাবাহিনী মোতায়েন ছাড়া এবং তাদেরকে ম্যাজিস্ট্রিয়াল ক্ষমতা দেওয়া ছাড়া এখানে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাঁরা খুব পরিষ্কার করে বলেছেন, প্রত্যেকটি রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে হবে এবং তাদের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।’
ক্ষমতাসীনদের জনপ্রিয়তা শূন্যের কোঠায় দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘রাষ্ট্রীয় বাহিনী পুলিশ-র্যাব, বিজিবি ব্যবহার করে খুব বেশি দিন ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘এ সরকার জেনেশুনেই মামলাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তারা জানে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা দিয়ে, পুলিশ দিয়ে হয়রানি করে যদি তাদের আটকে রাখা না যায়, তাহলে তারা এ দেশের মাটিতে টিকতে পারবে না।’
একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘রামপাল বিদ্যুৎ প্রকল্পে ইউনেসকোর আপত্তি নেই বলে আওয়ামী লীগ নেতারা যেভাবে মিথ্যাচার করেছেন, একইভাবে বেগম খালেদা জিয়ার লন্ডন সফর নিয়েও মিথ্যাচারে লিপ্ত রয়েছেন দলটির নেতাকর্মীরা।’
গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন, ব্যালটে ‘না’ দেওয়ার সুযোগ চালুসহ বিভিন্ন দাবি জানান সুশীলসমাজের প্রতিনিধিরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন