সেই ইউএনওকে অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত

নাগরিক সেবায় অসামান্য অবদান রাখায় বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমনকে পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বরগুনা জেলা প্রশাসন।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ফেসবুকে বরগুনা জেলা প্রশাসন পরিচালিত ‘সিটিজেনস ফয়েস বরগুনা’ নামক গ্রুপে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান।

পোস্টে তিনি উল্লেখ করেন, পাঁচটি ক্যাটাতরিতে মোট ১৬ জনকে আগামীকাল রোববার সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সংবর্ধিত করা হবে।

উল্লেখ্য, বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তারিক সালমান বরিশালের আগৈলঝরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকাকালে শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি বিবৃতির অভিযোগে এই ইউএনও’র বিরুদ্ধে মামলা দায়ের করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও নগর আওয়ামী লীগের ধর্ম-বিষয়ক সম্পাদক ওবায়েদ উল্লাহ সাজু।