সেরা পাঁচ বোলারের তিনজনই বাংলাদেশের

বিপিএলে সিলেট পর্বে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে বাংলাদেশের কেউ নেই। সেরা পাঁচজনই বিদেশী। কিন্তু বোলারদের ক্ষেত্রে উল্টো চিত্র। এখানে সেরা পাঁচ বোলারের মধ্যে তিনজনই বাংলাদেশের।

অবশ্য শীর্ষস্থানে রয়েছেন সিলেট সিক্সার্সের ইংরেজ পেসার লিয়াম প্ল্যাঙ্কেট। তিন ম্যাচে ৬ উইকেট তুলে নিয়েছেন এই পেসার। ওভার প্রতি রান দিয়েছেন ৬.৬৬। সেরা বোলিং ফিগার ২৯ রানে ৩ উইকেট।

দ্বিতীয় স্থানে আছেন সিলেট সিক্সার্সের তাইজুল ইসলাম। চার ম্যাচে তিনি ৫ উইকেট তুলে নিয়েছেন। সেরা বোলিং ১৯ রানে ৩ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ৫.৯২ করে। তাইজুলের পর তৃতীয় স্থানটি দখল করেছেন তাঁরই সতীর্থ আবুল হাসান। সমসংখ্যক ম্যাচে তাঁরও উইকেট সংখ্যা ৫টি। সেরা ২২ রানে ৩ উইকেট।

চার নম্বর জায়গাটি নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। দুটি ম্যাচ খেলে ৪ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ফিগার ২৯ রানে ২ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ৮.০৪ করে।

দক্ষিণ আফ্রিকা সফরের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ডেভিড মিলারের হাতে পাঁচ বলে পাঁচ ছক্কা খাওয়া সাইফ উদ্দিন আছেন শীর্ষ পাঁচে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের এই অলরাউন্ডার দুই ম্যাচে খেলে নিয়েছেন ৩টি উইকেট। সেরা বোলিং ২৪ রানে ৩ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ৫.৫০ করে।