এবার একদলীয় নির্বাচন হবে না : মওদুদ

তত্ত্বাবধায়ক সরকার না হলে বিএনপি নির্বাচনে যাবে না, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের দিন দলের আরেক নেতা মওদুদ আহমেদ আগামী নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘সরকারে যে পথে যাচ্ছে সেটা সফল হবে না, এবার বাংলাদেশে একদলীয় নির্বাচন হবে না।’

শুক্রবার দুপুরে ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দুপুরে পল্লীকবি জসিমউদ্দীনের বাড়িতে বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন কবির জামাতা মওদুদ। মওদুদের প্রয়াত ছেলে আমান মওদুদের নামে করা ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

একই দিন সকালে রাজধানীতে সাংবাদিকদের রিজভী বলেন, ‘আমরা নির্দলীয় সহায়ক সরকার চাই, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই।… নীল নকশার নির্বাচনে বিএনপি যাবে না

তবে ফরিদপুরে নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিয়ে মওদুদ বলেন, ‘বিএনপির অংশগ্রহণ ছাড়া দেশে আগামী জাতীয় নির্বাচন কোনোভাবেই সুষ্ঠ নির্বাচন হবে না।’

তত্ত্বাবধায়ক সরকারের দাবি পূরণ না হওয়ায় বিএনপি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বর্জন করেছে। এই দাবি মানা সম্ভব নয়-সরকারি দল আওয়ামী লীগ এখনও তার আগের অবস্থানে অটল। এই অবস্থায় আগামী বছরের শেষ নাগাদ অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিতে প্রস্তুতি স্পষ্ট।

মওদুদ বলেন, ‘সরকার চাইছে ৫ জানুয়ারির মতো আরও একটি নির্বাচন করতে। দেশে বিরোধী দল বলে কেউ থাকুক সেটা সরকার চাইছে না। কিন্তু সেটা হতে দেয়া হবে না।’

‘বিএনপির ক্ষমতায় যেতে হবে এমন কোনো কথা নেই’-এমন মন্তব্য করে মওদুদ বলেন, ‘চলমান এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন সমঝোতা, আর সামনে সমঝোতার বিকল্প নেই।’

বর্তমান সরকারের সময়কালে প্রায় সাড়ে পাঁচ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। বলেন, ‘সরকারের লোকজন এবং তাদের মদদপুষ্টরাই এই কাজ করেছে। দেশে বড় বড় প্রজেক্টের নামে লুটপাট করা হচ্ছে।’

বর্তমান সরকারের আমলে দেশে সব ধরনের এমনটি বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে উল্লেখ করে বিএনপি-জামায়াত জোট সরকারের আইনমন্ত্রী বলেন, ‘এই প্রশ্নপত্র ফাঁসের সাথে আওয়ামী লীগের অংঙ্গ সংগঠনের কর্মীরা জড়িত।’

‘সরকারের মদদ ছাড়া এই ধরনের অন্যায় কেউ করতে পারে না। আমাদের সকলকে এই অন্যায়ে প্রতিরোধে এগিয়ে আসতে হবে।’

আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমান মওদুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসনা মওদুদ, কবির ছোট ছেলে খুরশিদ আনোয়ার, স্থানীয় পৌর কমিশনার আসিফ আরিফিন সাগর প্রমুখ।

এ সময় সদর উপজেলার ২৫টি স্কুলের তৃতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ৯০ জন ছাত্রছাত্রীর মধ্যে সনদ ও নগদ অর্থ পুরস্কার হিসেবে দেয়া হয়।

এই অনুষ্ঠানে যোগ দেয়ার আগে মওদুদ তার শ্বশুর জসিমউদ্দীন এবং দুই ছেলে আমান মওদুদ ও আসিফ মওদুদের কবরে শ্রদ্ধা জানান।