সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি
সৈয়দ সাকী’র মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও ইফতার মাহফিল

সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি সৈয়দ কামাল বখত সাকী’র ২৪ তম মৃত্যু দিবসে মরহুমের রুহের মাগফিরাত কামনায় কালিগঞ্জে খতমে কুরআন, মিলাদ, স্মৃতিচারণ ও ইফতার মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দ কামাল বখত স্মৃতি সংসদ এর সভাপতি বে-নজির তোহ্ফা ও সাধারণ সম্পাদক বে-নজির রীশতা’র আয়োজনে এ মজলিশ অনুষ্ঠিত হয়।
কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান নাজমুল আহসানের সঞ্চালনায় মজলিশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক।
অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টুর ব্যবস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক হারুণ অর রশিদ, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ূব ডলি, কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিব ফেরদাউস শিমুল, জেলা পরিষদ সদস্য ফিরোজ কবির কাজল, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল হামিদ, সহ-সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, সাংবাদিক হাবিবুল্লাহ বাহারসহ সর্বস্তরের জনগণ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল হামিদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















