সৌদিতে নারীসহ ৫ জনের মৃত্যুদণ্ড, যা বলছে ইরান

সৌদি আরবে ২৯ বছর বয়সী ইসরা আল গামগামসহ পাঁচ রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড দেয়ার নিন্দা জানিয়েছে ইরান।

সরকারবিরোধী মিছিল করার অভিযোগে ওই পাঁচজনকে আটক করেছিল সৌদি আরব। মৃত্যুদণ্ড পাওয়া পাঁচজনই কাতিফের বাসিন্দা। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। খবর আইআরআই।

ইরানের বিচার বিভাগের মানবাধিকার সংস্থা এক বিবৃতিতে বলেছে, সৌদি আরবের এ ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। সৌদি আরব অধিকার সচেতন ও জুলুমবিরোধী মুসলমানদের ধ্বংসের নীতি গ্রহণ করেছে।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরব আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের হাস্যকর অভিযোগ তুলছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, যদি আসল সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার কথা বলা হয় তাহলে প্রথমেই সৌদি শাসকদের বিচার হওয়া উচিত। কারণ তারাই হলেন প্রধান অভিযুক্ত। তারা মধ্যপ্রাচ্যে লাখ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছেন।