বনানীতে আগুন: স্বজনদের কাছে ২৪ মরদেহ হস্তান্তর

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ২৫ জনের মধ্যে ২৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) সকালে বনানীতে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি’র গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার মুশতাক আহমেদ। ফায়ার সার্ভিস তাদের তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, ২৫ জনের মরদেহ আমরা শনাক্ত করেছি, তার মধ্যে বৃহস্পতিবার রাত পর্যন্ত ২৪ জনের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের লিস্টে ৭৩ জনের মতো আহত আছেন। এছাড়াও কম-বেশি আরো অনেকে আহত হয়েছিলেন। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। যারা মিসিং ছিলেন বলে আমাদের কাছে রিপোর্ট ছিলো তাদের প্রায় সকলেরই মরদেহ পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের উদ্ধার কার্যক্রম এখনো চলছে। আমরা সর্বাত্মকভাবে তাদের সহযোগিতা করছি।