সড়ক দুর্ঘটনা ও যানজট রোধে আসছে ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম
সড়ক দুর্ঘটনা ও যানজট রোধে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। প্রথমবারের মতো দেশে আসছে ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস)। এটি কার্যকর হলে নিরাপদ, টেকসই ও উন্নত সড়ক পরিবহণ অবকাঠামো তৈরি হবে।
মঙ্গলবার (১১ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সংক্রান্ত একটি প্রকল্প উপস্থাপন করা হয়েছে।
প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১২২ কোটি টাকা। অর্থের বড় অংশের যোগান দেবে দক্ষিণ কোরিয়া সরকার।
এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি একনেক সভায় যোগ দেন। আলোচনা শুরু হয় সাত প্রকল্প নিয়ে।
পরিকল্পনা কমিশন জানায়, আইটিএস প্রকল্পের আওতায় ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার স্থাপন করবে সড়ক ও জনপথ অধিদপ্তর। যেখান যানজট ও অন্য জটিলতা রিয়েল টাইম মনিটরিং করা যাবে।
পরীক্ষামূলকভাবে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই পদ্ধতি চালু করার কথাও জানায় পরিকল্পনা কমিশন।
প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, দেশের সড়কে যানবাহনের পরিমাণ এবং গতি উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। বাড়ছে দুর্ঘটনাও। তাই যানবাহনকে নজরদারির আওতায় নিয়ে আসা প্রয়োজন। পাশাপাশি সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনার জন্য ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমস (আইটিএস) খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সড়ক নেটওয়ার্ককে একটি একক নজরদারি ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। এর মাধ্যমে সময় ও জ্বালানি সাশ্রয়ী, যানজট ও দূষণমুক্ত এবং সর্বোপরি দুর্ঘটনামুক্ত একটি দক্ষ সড়ক নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা যাবে।
(ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম কী)
এটি একটি আধুনিক ও নতুন সিস্টেম। এর মাধ্যমে যানবাহনগুলোকে রিয়েল টাইম মনিটরিং করা যায়। ফলে কোথায় যানজট আছে বা কোনো সমস্যা আছে কিনা সেসব নিশ্চিত হওয়া সম্ভব হবে। তাই দুর্ঘটনাও অনেক কমিয়ে আনা যায়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন