হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। সবার জন্য শান্তি ও দোয়া কামনা শেষে নির্বিঘ্নে দেশে ফিরতে পেরে আনন্দিত তারা। সৌদি এয়ারলাইন্সের একটি বিমানে রোববার (২৬ আগস্ট) রাতে ঢাকায় পৌঁছান তারা। বিমানটি যাত্রাপথে বিলম্ব করা ছাড়া অন্য কোনো অভিযোগ নেই হাজিদের।
পবিত্র হজ পালন শেষে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান হাজিরা। তাদের চোখে-মুখে ছিল প্রশান্তির ছাপ। কাবা ঘর তাওয়াফ, মিনায় পাথর নিক্ষেপসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে নির্বিঘ্নে দেশে ফিরতে পেরে আনন্দিত তারা।
দেশে ফিরে আসা হাজিরা জানান, মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া। তিনি আমাদেরকে হজ পালন করার সুযোগ করে দিয়েছেন। আমাদের কোনো প্রকার সমস্যা হয়নি।
হজে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর পাশাপাশি পরিবার ও নিজের জন্য শান্তি চেয়ে দোয়া করেছেন বলে জানান হাজিরা।
অন্য এক হাজী জানান, আমরা নিজের জন্য দেশের জন্য দোয়া করেছি। প্রথমে মদিনা শরীফে গিয়েছি। ওখানে নামাজ পড়েছি। তারপর মক্কা এসে হেরেম শরীফে নামাজ পড়েছি। সেই সাথে তাওয়াফ করেছি। এবং ওমরা করেছি।
সৌদি এয়ারলাইন্সের বিমান এসভি ৮০২ নির্ধারিত সময়ের সোয়া এক ঘণ্টা দেরিতে প্রায় ৪০০ হাজি নিয়ে শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।
হজ ব্যবস্থাপনা নিয়ে তেমন অভিযোগ না থাকলেও তথ্যের ঘাটতি ও বিমান যাত্রায় বিলম্বের অভিযোগ ছিল হাজিদের।
এবছর পবিত্র হজ পালন করতে প্রায় ১ লাখ ২৭ হাজার যাত্রী সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়েন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন