হঠাৎ অধিনায়ক থেকে ইস্তফার ঘোষণা নবির
হঠাৎ অধিনায়কের পদ থেকে ইস্তফার ঘোষণা দিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। শুক্রবার (৪ নভেম্বর) এক টুইটবার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
টুইটবার্তায় নবি লিখেন, আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শেষ হয়ে গেছে। এই ফল আমরা কিংবা সমর্থকরা কেউই আশা করিনি। ফল নিয়ে আমরা খুবই হতাশ।
বিদায়বেলায় নির্বাচক কমিটির সঙ্গে দ্বন্দ্বের আভাসও দিয়েছেন নবি। টুইটে তিনি লিখেন, নির্বাচক কমিটি এবং আমি একই ভাবনায় ছিলাম না, যা দলের ভারসাম্যের উপর প্রভাব ফেলে।
এখনই অবসরের ঘোষণা দিতে রাজি নন জানিয়ে তিনি লেখেন, খেলা চালিয়ে যাবেন এবং টিম ম্যানজেম্যান্ট ও নির্বাচকরা চাইলে তাকে পাবে।
আফগানিস্তান এবার সরাসরি সুপার টুয়েলভে খেলেছে। পাঁচ ম্যাচের মধ্যে একটিতেও জিততে পারেনি। তিনটিতে হেরেছে, বৃষ্টির কারণে দুই ম্যাচ হয়েছে পরিত্যক্ত।
২০১৩ সালে প্রথমবার আফগানিস্তানের নেতৃত্ব পেয়েছিলেন নবি। এরপর কয়েক হাত ঘুরে আরও একবার নেতৃত্ব পান। নবির নেতৃত্বে ৩৫টি টি-টোয়েন্টি খেলে ১৬টিতে জিতেছে আফগানরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন