হাতিয়া র্যাবের সাথে বন্দুকযুদ্ধে সাইফুল বাহিনীর প্রধানসহ ২ দস্যু নিহত
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ার চরের চতলারঘাট এলাকায় র্যাব-১১-এর সঙ্গে বন্দুকযুদ্ধে সাইফুল বাহিনীর প্রধান ডাকাত সর্দার সাইফুল (৩২) ও তার সেকেন্ড-ইন-কমান্ড শফিক (৩০) সহ দুই দস্যু নিহত হয়েছেন। এ ঘটনায় র্যাবের এএসআই মফিজুল ও কনস্টেবল মাহফুজ আহত হয়েছেন। পরে ঘটনাস্থলের পাশের দস্যুদের আস্তানা থেকে দেশি-বিদেশি ৬টি আগ্নেয়াস্ত্র, ২২টি মোবাইল ফোন, নগদ ৫৪ হাজার টাকা জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর সাড়ে তিনটার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব-১১-এর ল²ীপুর ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জসিমউদ্দিন চৌধুরী এ তথ্য জানিয়েছন।
নিহত ডাকাত সর্দার সাইফুল ও তার সেকেন্ড-ইন-কমান্ড শফিকের বাড়ি উপজেলার বুড়িরচর ইউনিয়নের। সাইফুল বাহিনীর প্রধান সাইফুল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ দস্যু। র্যাব-১১ জানায়, সোমবার রাতে সাইফুল বাহিনীর প্রধান ডাকাত সর্দার সাইফুল ও তার সেকেন্ড-ইন-কমান্ড শফিক সহ কয়েকজন দস্যু উপজেলার বয়ারচরের চতলারঘাটে অবস্থান করছে গোপন সূত্রে এ খবর পায় র্যাব।
র্যাব-১১ এর ল²ীপুর ক্যাম্পের এএসপি জসিম উদ্দিনের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালায়। এসময় দস্যু বাহিনী র্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে র্যাবও পাল্টা গুলি ছুঁড়ে। এতে সাইফুল ও শফিক ঘটনাস্থলে মারা যায়। অন্যরা পালিয়ে যায়। অভিয়ানের সময় র্যাবের এএসআই মফিজুল ও কনস্টেবল মাহফুজ আহত হয়েছেন। তাদের উদ্ধার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন