হাসপাতালে নিলেই অপরাধ মাফ হয় না আনুশকা ধর্ষণ-হত্যা
মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের ধর্ষণ ও হত্যার ঘটনায় অপরাধ শিকার করেছে প্রধান আসামি ইফতেখার ফারদিন দিহান। তবে নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে গেলেও তার অপরাধ মাফ হয়ে যায় না বলে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে পুলিশ।
রোববার (১০ জানুয়ারি) ধর্ষণ ও হত্যার তদন্তের অগ্রগতি জানাতে প্রেস ব্রিফিংয়ে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, অভিযুক্ত নিজেই ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেছে বলে অপরাধীর অপরাধ মাফ হয়ে যায় না। অপরাধী নিজেই তার অপরাধ স্বীকার করেছে। এ সময় তিনি আরও বলেন, হাসপাতালের দেওয়া বয়সের ওপর ভিত্তি করেই পুলিশ নিহতের বয়স প্রাথমিকভাবে নথিভুক্ত করেছে।
সাজ্জাদুর রহমান সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জানা গেছে তাদের আরও দুই মাস আগে থেকে সম্পর্ক ছিল। তবে এ বিষয়ে এখনো তদন্ত চলছে।
এদিকে গত শনিবার (৯ জানুয়ারি) সকালে গোপালপুর কেন্দ্রীয় গোরস্থানে আনুশকার দাফন সম্পন্ন হয়। আনুশকা হত্যার বিচারের দাবিতে গ্রামবাসী প্রতিবাদ ও মানববন্ধন করেছে, হত্যার সঙ্গে যারাই জড়িত তাদের ফাঁসির দাবি জানান গ্রামবাসী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন