হাসপাতালে নয়, চোখের ছানি কাটা হচ্ছে সেলুনে!
চোখের ছানি অপারেশন করা হয় হাসপাতালে। আর সেলুনের কাজ চুল ও দাড়ি কামানো। কিন্তু সেই সেলুনে যদি নিয়মিতই চোখের ছানি কাটা হয়, তবে তা আপনাকে অবাক করবে বৈকি!
এমন অবাস্তব ঘটনাই ঘটিয়ে চলছে চীনের নাগরিক জিওং গাওউ। সেটি আবার এক-দুবারের জন্য নয়। দীর্ঘ ৪০ বছর ধরে ওই সেলুনে চোখের ছানি কাটা হয়। খবর ডেইলি মেইলের।
৬২ বছর বয়সী জিওং গাওউ চিনে ‘আইবল শেভার’ হিসেবে খুবই প্রসিদ্ধ। ৪০ বছরে তিনি বহু মানুষের চোখের ছানি কেটেছেন। তবে এ পর্যন্ত কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে বা অসুবিধার শিকার হয়েছে বলে অভিযোগ করেনি।
মানুষ হাসপাতাল রেখে কেন সেলুনে আসেন তা জানতে চাইলে স্থানীয়রা জানান। মানুষের বিশ্বাস, চোখের মণি কামালে দৃষ্টিশক্তি বাড়ে। জিওং গাওউ পেশায় ক্ষৌরকার। কিন্তু তার আসল কেরামতি মাত্র ৫ মিনিটে চোখের মণি কামিয়ে ফেলা। অত্যন্ত ধারালো ক্ষুর দিয়ে অতি দক্ষ হাতে গাওউ তার কাজ সারেন। চোখের মণির সঙ্গে অবশ্য তিনি চোখের পাতাও কামিয়ে দেন।
চোখের পাতার ভেতর দিকের বৃদ্ধি মানুষের দৃষ্টিশক্তি কমিয়ে দেয়। জিওং গাওউ এই ভেতর দিকের চোখের পাতার এই বেড়ে যাওয়া অংশকেই কামিয়ে দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন