হুড়মুড় করে ভেঙে পড়ল মমতার মঞ্চ, আহত ২
হুড়মুড় করে ভেঙে পড়ল মঞ্চ। খসে পড়ল ত্রিপল। প্যান্ডেল খুলতে গিয়ে জখম ২ কর্মী।
বৃহস্পতিবার মেদিনীপুর শহরের মমতার জন্য নির্মাণ করা মঞ্চ খুলতে গেলে হঠাৎ করেই ভেঙে পড়ে। এ নিয়ে রাজ্যে বেশ সমালোচনা চলছে। খবর জি নিউজের।
যদিও এর আগের দিন এ মঞ্চ থেকেই বিজেপিকে ভারত ছাড়া করার ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার অনুষ্ঠান শেষ হবার পরের দিনই ভেঙে পড়ে মঞ্চ। মাত্র ১ দিন না যেতেই কী করে মঞ্চ ভেঙে পড়ে, এমন প্রশ্ন দলীয় নেতাকর্মীদের।
মঞ্চ ভেঙে পড়ায় আহত ২জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার যখন মঞ্চ ভেঙে পড়ে তখন প্রায় ৩০জন সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ গিয়ে বেশ কয়েকজনকে উদ্ধার করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন