১০ ঘণ্টা পর আবার চালু থ্রি-জি ও ফোর-জি সেবা

প্রায় ১০ ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের (থ্রি-জি ও ফোর-জি) মোবাইল সেবা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশে আজ শুক্রবার সকাল ৮টা থেকে মোবাইল অপারেটরগুলো আবার এই সেবা চালু করে।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১১টা থেকে দেশজুড়ে থ্রি-জি ও ফোর-জি মোবাইল সেবা বন্ধ করা হয়। সব মোবাইল ফোন অপারেটরকে এ নির্দেশনা দেয় বিটিআরসি। তবে টু-জি ইন্টারনেট সেবা চালু ছিল। এই ইন্টারনেটে বার্তা পাঠানো ও গ্রহণ করা গেলেও ছবি ও ভিডিও পাঠানো সম্ভব হচ্ছিল না। ইন্টারনেটের গতি কমে যাওয়ার কারণে সামাজিক যোগযোগমাধ্যমগুলো ব্যবহার করাও কষ্টকর হয়ে যায় গ্রাহকের জন্য।

জাতীয় নির্বাচন সামনে রেখে বিটিআরসি এ সিদ্ধান্ত নেয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিমত দেন। তবে এ বিষয়ে বিটিআরসির ওই নির্দেশনায় কিছু বলা হয়নি। এর আগে নির্বাচন কমিশনের আহ্বানে আজ বিকেল থেকে মোবাইল ফোনে অর্থ লেনদেন বন্ধের নির্দেশ জারি করেছে বাংলাদেশ ব্যাংক।