১০ দিনের রিমান্ডে নওয়াজ কন্যা মরিয়ম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা ও তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর সহ-সভাপতি মরিয়ম নওয়াজ ও মরিয়মের কাজিন ইউসুফ আব্বাসকে আগামী ২১ শে আগস্ট পর্যন্ত রিমান্ডে দিয়েছে আদালত।
শুক্রবার তাদের বিরুদ্ধে লাহোরের জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোর (এনএবি) আদালত এ নির্দেশ দিয়েছে। এনএবি শুরুতে তাদের বিরুদ্ধে ১৫ দিনের রিমান্ড প্রার্থনা করে। আদালত সেই অনুরোধ বিবেচনা করে ওই রায় দেয়।
শুনানি শেষে মরিয়ম নওয়াজকে দ্রুত আদালত প্রাঙ্গণ থেকে সরিয়ে নেয় এনএবি কর্মকর্তারা।
এর আগে বৃহস্পতিবার চৌধুরী সুগার মিলস মামলায় পিএমএলএনের সহ-সভাপতি মরিয়ম নওয়াজ ও তার কাজিন আব্বাসকে গ্রেফতার করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন