১২জন ইমাম মুয়াজ্জ্বীনকে কলারোয়া সীমান্ত সম্প্রীতি সংঘের উপহার প্রদান

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নে আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে এলাকার ৬টি মসজিদের মোট ১২ জন ইমাম ও মুয়াজ্জ্বীনকে উপহার সামগ্রী প্রদান করেছে সীমান্ত সম্প্রীতি সংঘ।

২৫ মার্চ চাঁন্দুড়িয়া বাজারে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এর আয়োজন করা হয়।

এলাকার ইমাম মুয়াজ্জ্বীনসহ আরো উপস্থিত ছিলেন ৭নং চন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান ডালিম হোসেন, সাবেক চেয়ারম্যান হাসান আজিজ মোহাম্মদসহ তিন গ্রামের ইউপি প্রতিনিধিগনসহ এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ।

সীমান্ত সম্প্রীতি সংঘের সভাপতি রুহুল কুদ্দুস বলেন, ‘ইমাম মুয়াজ্জ্বীন হলো আমাদের ধর্মীয় নেতা, কিন্তু তারা বারংবারই উপেক্ষিত থেকে যায় আমাদের সমাজে। তাই আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে চেষ্টা করেছি তাদেরকে সম্মানিত করার। আমরা প্রত্যেক ইমাম মুয়াজ্জ্বীনকে ১টি করে ছাতা ও পাঞ্জাবি-পাজামার কাপড় উপহার দিয়েছি। ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ভালো কিছু করব।’

উল্লেখ্য, সীমান্তে সম্প্রীতি সংঘ চন্দনপুর ইউনিয়নের একটি সেচ্ছাসেবী সংগঠন, যা ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্র এলাকায় বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে আসছে।