১৫ আগস্ট সুপ্রিমকোর্টের সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল
আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষ্যে দেশব্যাপী সরকারি ছুটি থাকলেও সুপ্রিমকোর্টের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছেন সুপ্রিমকোর্ট প্রশাসন।
গত ৬ আগস্ট হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক কর্তৃক স্বাক্ষরিত এক নোটিশে ওই দিন ছুটি বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে আগামী ১৫ আগস্ট সুপ্রিমকোর্টের বিচারপতিগণ সহ সকলকেই সেদিন উপস্থিত থাকতে হবে।
নোটিশে বলা হয়, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে বাংলাদেশ সুপ্রিমকোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট বিভাগ) বিচারপতি, আইনজীবী এবং কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আগামী ১৫ আগস্ট মঙ্গলবার দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ওইদিন সকালে রক্তদান কর্মসূচির উদ্বোধন করবেন। তাই সুপ্রিমকোর্টের কর্মরত সকলকেই সেই কর্মসূচিতে অংশগ্রহণ করতে বলা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সুপ্রিমকোর্টের একাধিক সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন