‘পরিস্থিতি সমাধানে বিচারপতির বাসভবনে যান কাদের’

ষোড়শ সংশোধনী বাতিলের ফলে দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা দ্রুত সমাধানের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান বিচারপতির বাসায় গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সতীর্থ-স্বজন আয়োজিত ‘তিনিই বাংলাদেশ’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ষোড়শ সংশোধনী বাতিলের মাধ্যমে দেশে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।’

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়ের পর্যবেক্ষণের নানা দিক নিয়ে চলমান বক্তব্য-পাল্টা বক্তব্যের মধ্যে এরআগে শনিবার প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করে আসেন ওবায়দুল কাদের। পরে ওই সাক্ষাৎ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।