১৭ বছর আগের স্মৃতি ইরানি যেমন ছিলেন
‘স্মৃতি ইরানি’ নাকি ‘তুলসী’ কে বেশি জনপ্রিয়? উত্তরটা হয়তো হবে ‘তুলসী’। কারণ নিজের নামের থেকে চরিত্রের নামেই বেশি পরিচিত হয়েছিলেন এই অভিনেত্রী। তাঁর নামেই জমে উঠত ভারতের সন্ধ্যার বৈঠকখানা। তবে সম্প্রতি তাকে অভিনয় অঙ্গনে আর দেখা যাচ্ছে না। কারণ হিসেবে রাজনীতিতে তার ব্যস্তাকেই দুষছেন অনেকে।
কিন্তু সব কিছু ছাপিয়ে সম্প্রতি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন স্মৃতি ইরানি। সেখানে লাল সালোয়ার আর খোলা চুলে ‘কিঁউ কি…’-র সেই পরিচিত লুকে দেখা যাচ্ছে স্মৃতিকে।
সদ্যই ‘কিঁউ কি সাঁস ভি কভি বহু থি’-র ১৭ বছর পূর্ণ হয়েছে। সেই কারণেই ‘তুলসী’র ছবি দিয়ে একটু স্মৃতি রোমন্থন করলেন স্মৃতি ইরানি। ছবির ক্যাপশনে লিখলেন, ‘কিঁউ কি-র ১৭ বছর। এ ভাবেই শুরুটা হয়েছিল’।
সূত্র- আনন্দবাজার
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন