১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা ছাড়া রাজনৈতিক কর্মসূচি বন্ধ

১৮ ডিসেম্বর থেকে ভোটের আগ পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া রাজনৈতিক কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে সরকার।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

চিঠিতে বলা হয়, ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ সমাপ্ত হওয়ার আগ পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোটপ্রদানে নিরুৎসাহিত হতে পারেন, এমন কোনো সভা-সমাবেশ বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে ১২ ডিসেম্বর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি পাঠায় নির্বাচন কমিশন।

দেশে ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট হবে। ১৮ ডিসেম্বর থেকে প্রচার-প্রচারণা শুরু হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের।

এদিকে গণতান্ত্রিক দেশে এ ধরনের সিদ্ধান্ত সঠিক কি না? এটা সংবিধান পরিপন্থি হচ্ছে কি না- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার সাংবাদিকদের বলেছিলেন, এটা তো সাধারণ বিষয়। একটা বিশেষ সময়ে নির্বাচন হতে যাচ্ছে। প্রত্যেক দল যার যার প্রার্থী নিয়ে প্রচার-প্রচারণা করবে। সেসময় এই দল সেই দল মুখোমুখি হতেই পারে যাতায়াতের পথে। সেখানে যদি আবার আরেকটা নতুন দল নির্বাচন ছাড়া অন্য কথা বলে, সেক্ষেত্রে নির্বাচন কমিশন যেটা বলেছে ব্যাঘাত হতেই পারে।