২টি কারণে জরিমানা করা হলো নাসিরকে
শুরু হলো বিপিএলের ৫ম আসর। এই আসরে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল সিলেট। ৩টি খেলে ৩টিতেই জিতেছে নাসিরের দল। আর সেই হিসেবে এই পর্যন্ত সবচেয়ে সফল অধিয়ানায়ক ধরা হয় নাসিরকেও। কিন্তু এবারের বিপিএলে নাসিরকে জরিমানা করা হলো।
প্রথম ম্যাচে ছয় মিনিট বিলম্বে টস করতে আসায় সিলেট সিক্সার্সের অধিনায়ককে সতর্ক করে দেয়া হয়েছিল। আর গতকাল (মঙ্গলবার) তৃতীয় ম্যাচে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে তার (নাসিরের)। রাজশাহীর বিপক্ষে দারুণ এক জয় পেলেও, জরিমানা হিসেবে নাসিরের ম্যাচ ফি থেকে ২০ ভাগ কেটে নেয়া হবে তার।
আর এই দোষের জন্য শুধু নাসিরকেই শাস্তি দেওয়া হচ্ছে না। শাস্তি পাচ্ছেন সিলেটের বাকী ক্রিকেটাররাও। তাদের ম্যাচ ফি থেকে কেটে নেওয়া হচ্ছে ১০% ম্যাচ ফি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন