৪২তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত
৪২তম বিসিএস (বিশেষ) এর চলমান মৌখিক পরীক্ষা আগামী ২৭ জুন থেকে স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থগিত পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এ পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে, গত ৬ জুন থেকে ৪২তম বিসিএসের ভাইভা পরীক্ষা শুরু হয়। এবার ৪২তম বিসিএস বিশেষ ক্যাডারের লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। গত ২৩ মে থেকে এদের ভাইভা হওয়ার কথা ছিল। ওই দিন সকাল ১০টায় ২২০ জনের ভাইভা হওয়ার কথা ছিল।
সূচি অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত ৬ হাজার ২২ জনের ভাইভা অনুষ্ঠিত হতো। পরবর্তীতে তা স্থগিত করে জুন নির্ধারণ করা হয়। এবার সেই তারিখও স্থগিত ঘোষণা করা হলো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন