সরকার লকডাউনের নামে প্রতারণা করছে : ফখরুল

করোনা (কোভিড-১৯) মোকাবিলায় সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকার লকডাউনের নামে প্রতারণা করছে। এটা সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও লোক দেখানো একটা কারবার। তারা জনগণের সঙ্গে প্রতারণা করছে যে, আমরা লকডাউন দিয়ে করোনা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আপনারা খেয়াল করে দেখবেন যে, আইন-শৃঙ্খলাবাহিনী, যারা লকডাউন কার্যকর করার কথা, তাদেরও দেখা যায় না।

তারা দৃশ্যমান নয়। তাদের একজন কনস্টেবল মারা গেছে, সেটার ছবি দিয়ে সংবাদ হয়। আর এদিকে শত শত লোক মারা যাচ্ছে, তার কোনো খবর নেই।
তিনি বলেন, ‘এখন আর বলতে ইচ্ছা করে না।

কী বলবেন, এদের তো চামড়া মোটা। ঢাকাতেও লকডাউন আছে। লকডাউন কোথাও দেখতে পান? কোথায় লকডাউন? আমি তো দেখতে পাই না। আমি পরশুদিন দেখলাম একটা হোটেলে বিয়েও হচ্ছে।

অথচ দেয়ার ইজ ব্যান্ড। ’
মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমি আগেও বলেছি, আর বলতে চাই না। একটি বিশেষ প্রাণী পানি খায়, ঘোলা করে খায় আরকি। আমরা বারবার সরকারকে বলেছি, সুনির্দিষ্টভাবে লকডাউনের পরামর্শ দিয়েছি।

কিন্তু তারা নেয়নি। এতদিন পরে তারা লকডাউন দিয়েছে।