৫৩ বছরের সালমান দৌড়ে ঘোড়াকে হারিয়ে দিলেন

বেশ কয়েক দিন ধরেই বলিউড সুপারস্টার সালমান খান মজার মজার ভিডিও প্রকাশ করে চলেছেন। এবার সামনে এলো ঘোড়ার সঙ্গে তার দৌড় প্রতিযোগিতার ভিডিও। এখানে দেখা যাচ্ছে একটি ঘোড়ার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ে চলেছেন সালমান খান। ঘোড়ার পিঠে বসে আছেন অভিনেতা জহির ইকবাল। ৫৩ বছরের সালমান দৌড়ে হারিয়ে দিয়েছেন সেই ঘোড়াটিকে।
ইনস্টাগ্রামে শেয়ার করা সালমানের এই ভিডিওটি এ পর্যন্ত ২৬ লাখ ৮৯ হাজারের বেশিবার দেখা হয়েছে। একই ভিডিও শেয়ার করেছেন তিনি টুইটারেও। সেখানেও দুই লাখেরও বেশি মানুষ সেটি দেখে ফেলেছেন।
এর আগে একটি ভিডিও শেয়ার করেন সালমান, সেখানে দেখা যায় উঁচু পাথরের ওপর উঠে সুইমিংপুলে উল্টা ডিগবাজি দিচ্ছেন এ নায়ক। ভক্তরা নিয়মিত সালমান খানের ভিডিও পেয়ে বেশ উচ্ছ্বসিত।
এদিকে, ভারতের বক্স অফিসে ২০০ কোটির মাইলফলক অতিক্রম করেছে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘ভারত’।
এ ছবিতে ছয়টি ভিন্ন চেহারায় আবির্ভূত হয়েছেন সুপারস্টার সালমান। তরুণ থেকে ৭০ বছরের বৃদ্ধ লুকে আবির্ভূত এ মহাতারকা। আলি আব্বাস জাফর পরিচালিত এ সিনেমা প্রথম সপ্তাহেই শতকোটির ক্লাবে প্রবেশ করে।
Overpower horse power … fun run with @iamzahero pic.twitter.com/32trp8v0ih
— Salman Khan (@BeingSalmanKhan) June 22, 2019

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন