৬৪০ টাকার গয়না বিক্রি হলো ২১ লাখে!
বহু বছর আগে এক মা আট ডলার (৬৪০ টাকা) দিয়ে একটি ব্রোচ কিনেছিলেন। মেয়েকে দিয়েছিলেন গির্জার অনুষ্ঠানে পরার জন্য। মেয়ে আর সেটি পরেনি। ঘরেই পড়ে ছিল ব্রোচটি। কয়েক মাস আগে কী মনে করে যেন গয়নার দোকানে নিয়ে গিয়ে সেটি পরীক্ষা করান মেয়ে। আর যা শুনতে পেলেন, তাতে আনন্দে আত্মহারা না হয়ে উপায় নেই! কারণ, এটি মোটেও সস্তা কোনো গয়না নয়; বরং বেশ দামি।
এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বনহ্যামস নামের একটি নিলামকারী প্রতিষ্ঠানে ১৯ সেপ্টেম্বর ব্রোচটি নিলামে ওঠে। এটি বিক্রি হয় ২৬ হাজার ডলারে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্যমান ২০ লাখ ৮০ হাজার টাকা।
বিংশ শতাব্দীর ওই ব্রোচটি ইউরোপীয় ধাঁচের। এতে অসংখ্য হিরার সঙ্গে রয়েছে একটি পান্না ও একটি রুবি। এ ছাড়া ১.৩৯ ক্যারেট ওজনের একটি বড়সড় হিরাও আছে। পান্না দেড় ক্যারেটের আর রুবি দশমিক ৬০ ক্যারাটের।
নিলামকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা সুজান অ্যাবেলেস ব্রোচের এমন গল্পে অভিভূত। বললেন, ‘অসাধারণ একটা গল্প। এ থেকেই বোঝা যায়, জগতের কত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে অমূল্য সব সম্পদ!’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন