৬ লাখ ৯০ হাজার রোহিঙ্গার নিবন্ধিত সম্পন্ন

নির্যাতনের মুখে প্রাণ নিয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে নতুন, পুরনো মিলিয়ে মঙ্গলবার পর্যন্ত ৬ লাখ ৯০ হাজার ৫৮৮ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুর বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে নিবন্ধন সম্পন্ন হয়েছে।

নিবন্ধনের দায়িত্বে নিয়োজিত পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদফতর সূত্রে এ কথা জানা যায়। কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) প্রতিবেদন বলছে, গত ২৫ আগস্টের পর থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে।

মঙ্গলবার বিকালে নিবন্ধনের দায়িত্বে নিয়োজিত পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অধিদফতরের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাকের হোসেনের সঙ্গে কথা হয়। তিনি যুগান্তরকে বলেন, নিবন্ধন কাজে চাপ এখন অনেক কম।

কারণ জানতে চাইলে তিনি বলেন, হয়তো ছড়িয়ে-ছিটিয়ে থাকা রোহিঙ্গারা বিচ্ছিন্নভাবে নিবন্ধনের জন্য আসতে থাকায় সংখ্যায় একটু কমেছে। তবে নিবন্ধন কার্যক্রম চলবে বলে তিনি জানান। উখিয়া ও টেকনাফে ১২টি আশ্রয়কেন্দ্রে বসবাসকারী রোহিঙ্গাদের ৭টি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন কাজ চলছে।