৮২ বছর বয়সে পুত্র সন্তানের জন্ম দিলেন এই পিতা!

পৃথিবীতে প্রতিদিনই কত বিস্ময়কর ঘটনার জন্ম হচ্ছে। এবার ৮২ বছর বয়সে ৮ কন্যা সন্তানের পর পুত্র সন্তানের জনক হলেন এক পিতা।

জানা গেছে, দীর্ঘ দিন যাবৎ একটা ছেলে পাওয়ার আশায় ছিলেন কর্ণাটকের ওই মঠাধ্যক্ষ। অবশেষে ৮২ বছর বয়সে সেই সাধ মিটল। আবার বাবা হলেন তিনি। মুম্বাই হাসপাতালে জন্মেছে তাঁর প্রথম পুত্র সন্তান। প্রথম পুত্র হলেও এটি কিন্তু তাঁর প্রথম সন্তান, এমনটা নয়। দুই স্ত্রীর ৮ কন্যা সন্তানের পর পুত্রের মুখ দেখতে উদগ্রীব বাবার মুখে হাসি ফুটিয়েছে সদ্যোজাত শিশুপুত্র।

উত্তর কর্নাটকের কালবুর্গীতে শরণ বাসবেশ্বরা সমস্থানার পিতাধিপতি শরনাবাসপ্পা আপ্পার দ্বিতীয় স্ত্রী বুধবার পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। পোপের প্রথম স্ত্রীর ৫টি কন্যাসন্তান। আর ৪৮ বছর বয়সি দ্বিতীয় স্ত্রীর ছিল তিন কন্যাসন্তান।
এতদিনের প্রচেষ্টার পর পোপের পুত্র সন্তান জন্মানোয় উত্সবের মেজাজ মঠে। সদ্যোজাতকে দেখতে মঠে ভিড় করছেন ভক্তরা।

মঠের রক্ষণাবেক্ষণকারীরা জানিয়েছেন, শিশুটিকে মঠে আনার পর সবাইকে খবর দেওয়া হবে।

পোপের ভাইপো লিঙ্গরাজাপ্পা আপ্পা জানান, ‘মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে শিশুটি জন্মেছে। আমরা সবাই খুব খুশি। ‘

সূত্রের দাবি, নিজের বিশাল সম্পত্তির উত্তরাধিকারী পেয়ে বহু বছর ধরে পুত্র সন্তান চাইছিলেন পোপ। প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তাঁর মঠের। কালবুর্গীর শরণ বাসবেশ্বর মন্দির ও বেশকিছু স্কুল-কলেজের মালিক এই মঠ।