‘৯০ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে’
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট বর্জ্যও দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে। এ কাজ চলমান।
রোববার দুপুর দুইটায় উত্তর সিটি করপোরেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এ কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে দুই সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছিলাম। ঘোষিত সময়ের মধ্যে ৯০ শতাংশ বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি। অবশিষ্ট বর্জ্যও দ্রুত সময়ের মধ্যে অপসারণ করা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন