৯ লাখ ছাড়াল নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা

মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিবন্ধন সংখ্যা ক্রমেই বাড়ছে। এ পর্যন্ত নয় লাখ ২৫ হাজারের বেশি রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া মিয়ানমার নাগরিকদের (রোহিঙ্গা) সরকারি ব্যবস্থাপনায় এ নিবন্ধনের কাজ করা হয়। কক্সবাজারের সাতটি ক্যাম্পের মাধ্যমে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের কাজ করা হয়। নিবন্ধনের কাজটি করে পাসপোর্ট অধিদফতর।

রোববার(২৪ ডিসেম্বর) পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে মোট ৯ লাখ ৫ হাজার ৪ শত ৬৮ জন রোহিঙ্গার নিবন্ধন করা হয়েছে। এছাড়া সমাজসেবা অধিদফতর কর্তৃক রোববার পর্যন্ত ৩৬ হাজার ৩ শত ৭৩ জন এতিম শিশু সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৩ শত ৯৫ জন ছেলে এবং ১৮ হাজার ৯ শত ৭৮ জন মেয়ে। বাবা-মা কেউ নেই এমন এতিম শিশুর সংখ্যা ৭ হাজার ৭ শত ৭১ জন।