ময়মনসিংহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
“টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ মানুষ, সবুজপৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১ জুন) জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ সুমারী খাতুনের সভাপতিত্বেও তারাকান্দা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. নাহিদ নাওরীন আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান।
আরো বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূঞা, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাহেলা পারভীন রুমা, গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. মোহাম্মদ হারুন অর রশিদ, ডা. ফয়সাল আহমেদ, ডেইরি এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি ডা. সজীব দেবনাথ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন