অপারেশনের প্রস্তুতির সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ডাক্তার

রোগীর অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়ার সময় অপারেশন থিয়েটারে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বুধবার ভারতের কর্নাটক রাজ্যের চিকমাগালুর জেলার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ মারা যাওয়া বালকৃষ্ণ নামে ওই চিকিৎসক অত্যধিক মদপান করতেন। অস্ত্রোপচারের আগের দিনও তিনি মদপান করেছিলেন।

বুধবার বেশ কয়েকটি অস্ত্রোপচারের কথা ছিল ওই চিকিৎসকের। আগের দিন অপারেশন থিয়েটারের মধ্যেই ঘুমিয়ে পড়েন তিনি। দুপুরের দিকে অস্ত্রোপচার করার কথা ছিল। চিকিৎসক ঘুম থেকে না ওঠায় হাসপাতালেরই এক কর্মী তাকে ডাকতে যান।

ওই কর্মী জানান, দুপুরে ৯ নারীর বন্ধ্যাত্বের অস্ত্রোপচারের কথা ছিল ডা. বালকৃষ্ণের। রোগীদের সকাল ৮টায় অ্যানাস্থেসিয়া দেওয়া হয়। চিকিৎসককে ডেকে তোলার পর তিনি অস্ত্রোপচারের প্রস্তুতি নেন। হঠাৎ অপারেশন থিয়েটারের মধ্যে জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ডা. বালকৃষ্ণ অত্যধিক মদপান করতেন। অস্ত্রোপচারের আগের দিনও মদপান করেছিলেন। তাকে বেশ কয়েক বার সতর্ক করা হয়েছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি।

তবে কী কারণে ওই চিকিৎসকের মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ।