যে কারণে বাহুবলীতে অভিনয় করেননি শ্রীদেবী
‘বাহুবলী’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল শ্রীদেবীকে। যদিও সেই প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেন। ২০১২ সালে শেষবার স্ক্রিনে দেখা যায় শ্রীদেবীকে। সেই বছর মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘ইংলিশ ভিংলিশ’। অভিনেত্রীর পরবর্তী ছবি ‘মম’ মুক্তির অপেক্ষায়।
কিন্তু জানা গেছে, ২০১৫ সালে বাহুবলী ছবিতে রাজমাতা শিবগামীর চরিত্রের জন্য পরিচালক এসএস রাজামৌলির প্রথম পছন্দে ছিলেন শ্রীদেবী! এমনকী রম্যার আগে শ্রীদেবীকে প্রস্তাব দিয়েছিলেন পরিচালক।
পারিশ্রমিক হিসেবে শ্রীদেবী ৬ কোটি টাকা চেয়েছিলেন। কিন্তু, রাজামৌলি তাতে সম্মত না হওয়ায় প্রস্তাব ফিরিয়ে দেন শ্রীদেবী। ফলে প্রস্তাব চলে যায় রম্যার কাছে। আর শ্রীদেবী দক্ষিণী ‘পুলি’ ছবিতে অভিনয় করেন।
বাকিটা ইতিহাস। মুক্তির ১০ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকা আয় করেছে ‘বাহুবলী ২’। অন্যদিকে, শ্রীদেবী অভিনীত ছবি বক্স অফিসে প্রায় মুখ থুবড়ে পড়েছে।
‘বাহুবলী ২’ ছবি দেখার পর অনেকেই মনে করেছেন, রাজমাতা শিবগামীর চরিত্রে রম্যা ছাড়া অন্য কেউ তা এত নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারতেন না। হয়তো রাজামৌলি মনে করছেন, যা হয় তা ভালোর জন্যই।
সূত্র : এবিপি আনন্দ
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন