ফরিদপুরে পুলিশি বাধা উপেক্ষা করে যুবদলের মিছিল ও সমাবেশ
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির নামে ভাঙচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে পুলিশি বাধা উপেক্ষা করে যুবদলের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করেছে।
রবিবার সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে যুবদলের নেতাকর্মীরা একটি মিছিল বের করে। মিছিলটি শহরের জনতা ব্যাংকের মোড়ে দিকে যেতে চাইলে নিলটুলী এলাকার মায়া সুপার মার্কেটের সামনে গেলে পুলিশ মিছিলে বাধা দিয়ে ব্যানার কেড়ে নেয়। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ও বাদানুবাদের ঘটনা ঘটে। পুলিশ মিছিল নিয়ে আর এগুতে না দেওয়ায় সেখানেই জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপন, দেলোয়ার হোসেন দিলা, রাজীব হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কোনো অন্যায় আচরণ করা হলে যুবদলের নেতাকর্মীরা তা সহ্য করবে না। তারা কঠোর আন্দোলন গড়ে তুলবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন