রাশিয়ার সঙ্গে গোপনে যোগাযোগ করেন ট্রাম্পের জামাতা
হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাশিয়ার সঙ্গে যোগাযোগের। জানা গেছে, ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে অন্তত তিনবার গোপনে যোগাযোগ করেছিলেন তিনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে রয়টার্স।
গত বছর এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে অন্তত দুবার কুশনার ফোনে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন, এমনটাই জানা গেছে নতুন তথ্যে।
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে রুশ সরকারের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে। রাশিয়া অবশ্য প্রথম থেকেই ট্রাম্প প্রশাসনের রুশ সংযোগের অভিযোগ অস্বীকার করে আসছে।
ট্রাম্প প্রশাসনের রুশ সংযোগ নিয়ে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) তদন্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হন কুশনার। কুশনারের বিষয়ে তদন্ত করা হলেও তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হবে কি না, তা নিশ্চিত করেননি তদন্তকারীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন