আঙুলের আংটি যে হীরার তা জানা ছিল না

এই ২৬-ক্যারেট হিরার আঙটি বিক্রি হয়েছিল মাত্র ১০ পাউন্ডে (বাংলাদেশী মুদ্রায় প্রায় ১১০০ টাকা)।

কিন্তু এটিকে যখন নিলামে ওঠানো হলো তখন এর দাম উঠলো ৬৫৬,৭৫০ পাউন্ড (প্রায় ছয় কোটি ৮৫ লক্ষ টাকা)।

হ্যাঁ, এমন অবিশ্বাস্য ঘটনাই ঘটেছে লন্ডনে।

ওয়েস্ট মিডলসেক্স হাসপাতালের অঙ্গনে চ্যারিটির জন্য প্রায়ই নানা ধরনের টুকিটাকি জিনিস বিক্রি হয়।

সেখানেই এই হীরাটি ১৯৮০ সালে বিক্রি করা হয়।

যিনি কিনছিলেন, তিনি ভেবেছিলেন এটি একটি সাধারণ কোনো গহনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এই মহিলা কয়েক দশক ধরে প্রায় প্রতিদিনই হীরার আংটিটি আঙুলে পরে ঘরদোরের কাজ করেছেন, বাজারঘাট করেছেন।

তিনি বলছেন, হীরার যে স্বাভাবিক উজ্জ্বলতা থাকে, এই আংটির সেটি ছিল না।

ত্রিশ বছর আঙুলে পরে থাকার পর তিনি যখন লন্ডনের নামকরা নিলাম প্রতিষ্ঠান সোদেবির সাথে যোগাযোগ করেন, তখন তারাই তাকে জানান যে এটি একটি বহুমূল্য রত্ন।

এরপরই একে নিলামে তোলা হয়।-বিবিসি