পর্তুগালে বনে ভয়াবহ আগুন, নিহত ২৫
পর্তুগালে একটি বনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সর্বশেষ ২৫জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা অরো বাড়তে পরে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, পর্তুগালের অভ্যান্তরীণ সচিব জর্জ গোমেজ জানিয়েছেন বনের আগুন লোকালয়ের দিকে এগিয়ে আসছিলো, এ সময় রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় ২২জন নিহত হয়েছেন।
দেশটির দমকল বাহিনী জানায়, রোববার (১৮ জুন) ফিগুইয়েরো দোস ভিনহোস এবং ক্যাসটেনহেরা ডি পেরা শহরে এই আগুন হানা দিয়েছে, এতে ৩ জনের অধিক নিহত হয়েছে এবং দমকল সদস্যসহ ১৬জন আহত হয়েছেন। তবে আগুন এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার বিকেল থেকে আগুন নিভনোর জন্য ১৬০টি গাড়িতে করে প্রায় ১৭০০ দমকল সদস্য অবিরাম কাজ করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন