প্রিয় পুরুষ ক্রিকেটার কে? জবাবে যা বললেন নারী ক্রিকেট অধিনায়ক!
বাংলাদেশে যদি কাউকে জিজ্ঞেস করা হয়, প্রিয় ক্রিকেটার কে? চোখ বন্ধ করে কয়েকটা নামই সামনে আসবে- মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক প্রমুখ। কিন্তু ভুলেও সম্ভবত কেউ সালমা, জাহানারা, রুমানাদের নাম মুখে আনবে না।
কারণ বেশিরভাগ মানুষ হয়তো জানেই না যে আমাদের মেয়েরাও আন্তর্জাতিক ক্রিকেট খেলে! ঠিক এই বিষয়টাকেই দারুণভাবে সামনে তুলে আনলেন ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজ।
পুরুষ ক্রিকেট দলের অধিনয়ক বিরাট কোহলি এবং সাবেক কোচ অনিল কুম্বলেকে নিয়েই আপাতত ভারতীয় ক্রিকেট সরগরম। উইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরু হয়ে গিয়েছে ভারতের। সিরিজ নিয়ে কোনো উৎসাহ নেই ভারতের ক্রিকেটভক্তদের মধ্যে। কে নতুন কোচ হবেন তা নিয়েও চিন্তা নেই। এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে মিতালি রাজ। আইসিসি নারী বিশ্বকাপের আসর বসেছে ইংল্যান্ডে। সেখানেই রয়েছে ভারতের নারী ক্রিকেট দল। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নে ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়কের জবাবে অবাক সবাই।
সাংবাদিক বৈঠকে মিতালিকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, আপনার প্রিয় পুরুষ ক্রিকেটার কে? এই প্রশ্ন শোনার পরেই ভীষণ রেগে যান মিতালি। এই ধরনের প্রশ্ন বহুবার শুনতে হয়েছে তাকে। শুনতে শুনতে বিরক্ত মিতালি সেই সাংবাদিককে পালটা প্রশ্ন করে বসেন, “আপনি পুরুষ ক্রিকেটারদেরও কি একই প্রশ্ন করেন? তাদের কি জিজ্ঞাসা করেন, আপনার প্রিয় নারী ক্রিকেটার কে?” মিতালির দারুণ জবাব শোনার পর প্রচুর মানুষ প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তাকে। মিতালির জবাব কি একটু হলেও ভাবনার জায়গাটিতে নাড়া দিচ্ছে না?
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন