ঈদে রঙিন রূপে হাতিরঝিল, চোখে চোখে আনন্দ
স্বাভাবিক কারণেই একটু মুক্ত হাওয়ায় ঘুরতে হাতিরঝিল ছুটে আসেন রাজধানীবাসী। আর ঈদ উৎসব এলে তো কথাই নেই। এবার ঈদের দিন থেকেই মুখরিত হয়ে উঠেছে নান্দনিক হাতিরঝিল। স্ত্রী-সন্তান, বন্ধুবান্ধব মিলে অনেকেই এখানে এসে আনন্দে মেতেছেন।
ঈদ উপলক্ষে ঝিলকেও সাজানো হয়েছে নতুন সাজে। মঙ্গলবার (২৬ জুন) দুপুর থেকেই হাতিরঝিলে বাড়তে থাকে মানুষের ঢল। পুরো এলাকা মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। চক্রাকার বাস, ওয়াটার বোটও চলছে।
ওয়াটার বাসে চড়ে লেকে ভাসার আনন্দও উপভোগ করছিল লোকজন। আবার কেউ রেলিং ধরে মুহূর্তটিকে স্মৃতিতে ধরে রাখতে ছবি তুলছিলেন। কেউবা প্রিয়জনকে নিয়ে এক ক্লিকে নিজেদের ফ্রেমবন্দি করছেন সেলফিতে।
অনেকে আবার বন্ধুবান্ধবকে নিয়ে পিক-আপে চড়ে নেচে-গেয়ে হৈ-হুল্লোড়ে ঘুরে বেড়াচ্ছেন। ঝিলের পাড়ে বসে গল্প-আড্ডায় মেতে উঠেছেন অনেকেই।
অনেকেই পরিবার নিয়ে ঘুরতে এসেছেন হাতিরঝিলে। তাদের আনন্দ বলে দেয়, তারা প্রকৃতির মাঝে হারিয়ে গেছেন। যান্ত্রিক এই নগরীতে একটু মুক্ত হাওয়ায় যে যার মতো আনন্দ করছিলেন। তাদের চোখে-মুখেও স্বস্তির ছাপ দেখা যায়।
প্রতিদিন সন্ধ্যা হলেই হাতিরঝিল সাজে রঙিন রূপে। চোখ ধাঁধাঁনো রঙিন আলোয় ঝলমলে হয়ে উঠে পুরো হাতিরঝিল। সোমবার ঈদের দিন দুপুর থেকেই হাতিরঝিলে মানুষের ঢল নামে। এ কারণে যান চলাচলেও দেখা যায় ধীরগতি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন