মিশরে মুসলিম ব্রাদারহুড নেতার মেয়ে-জামাই গ্রেপ্তার

মিশরে রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড নেতা ইউসেফ আল-কারাদাউয়ির মেয়ে ওলা ও তার স্বামী হুসসাম খালাফকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসী সংগঠনে নাম থাকার অভিযোগ এনে সোমবার তাদের গ্রেপ্তার করা হয়। খবর আরব নিউজের।

২০১৩ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর ব্রাদারহুডকে মিশর সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। মুরসি নিজেও দলটির সদস্য ছিলেন। ক্ষমতা থেকে তাকে অপসারণের পর দলটির অনেক সদস্যকে নির্বিচারে হত্যা ও কারাবন্দী করা হয়।