জঙ্গি আস্তানার সন্ধানে গাইবান্ধার চরাঞ্চলে অভিযান
গাইবান্ধার দুর্গম চরে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিবি পুলিশ, থানা ও জেলা পুলিশের সমন্বয়ে গঠিত টিমের প্রায় শতাধিক সদস্য বুধবার ভোর থেকে চলা অভিযান অংশ নিয়েছে।
অভিযানের নেতৃত্ব দিচ্ছেন গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক।
কামারজানি ও মোল্লারচরে জঙ্গি আস্তানার সন্ধানের পাশাপাশি নৌ ডাকাত, তালিকা ভুক্তসন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে আরও অংশ নেয় এএসপি সদর আসাদুজ্জামান ও ওসি সদর একেএম মেহেদী হাসান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদর থানার কামারজানি ও মোল্লারচরে জঙ্গি আস্তানার সন্ধান এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ও নৌ ডাকাতদের গ্রেপ্তারের লক্ষে এই অভিযান চালানো হচ্ছে।
এই প্রতিবেদন খেলা পর্যন্ত কোনো জঙ্গি আস্তানার সন্ধান পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া কাউকে আটক করারও খবর পাওয়া যায়নি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন